Nadia

Apr 10 2023, 13:09

নদীয়ার চাকদহ ৩৪ নম্বর জাতীয় সড়কে আলু বোঝাই কারীর সঙ্গে ড্রামপারের ধাক্কা, ঘটনাস্থলে মৃত চালক,দীর্ঘক্ষণ অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক


নদীয়ার চাকদা গৌড় পাড়া ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল এক ব্যক্তির।

দাঁড়িয়ে থাকা আলুর গাড়ির পেছনে পাথর বোঝাই ডাম্পার সজোরে ধাক্কা মারে। স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় মৃতদেহটি উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এই পথ দুর্ঘটনার জেরে ৩৪ তম জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় ৩৪ তম জাতীয় সড়কে গৌড় পাড়া মোড়ে একটি আলু গাড়ি দাঁড়িয়েছিল হঠাৎই দাঁড়িয়ে থাকা আলুর গাড়িতে পিছন থেকে পাথর বোঝায় একটি ড্রাম্পার ধাক্কা মারে ঘটনাস্থলেই ডাম্পারের চালকের মৃত্যু হয় এবং খালাসীকে গুরুতর জখম অবস্থায় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে দাঁড়িয়ে থাকা আলুর গাড়ির ড্রাইভার পলাতক।

পুলিশ সূত্রে জানা যায় এখনো কারো পরিচয় পাওয়া যায়নি ,এই দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু হয়েছে, এবং খালাসিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

Nadia

Apr 10 2023, 10:55

আম বাগানের ভেতর থেকে অজ্ঞাত যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ


নদীয়া : আজ স্থানীয় আম বাগানে এক রক্তাক্ত যুবতীর মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ, এরপর তারা নদীয়ার শান্তিপুর খানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ । পথ চলতি মানুষ রাস্তা দিয়ে চলার পথে দেখতে পান রাস্তার পাশে একটি আম বাগানে পড়ে রয়েছে একটি রক্তাক্ত মহিলার দেহ। ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার উদয়পুর এলাকায়।

খবর দেওয়া শান্তিপুর থানার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। যদিও কোথা থেকে এই মেয়েটি স্থানীয় আমবাগানে এলো বা তার পরিচয় কি ,এমনকি কে বা কারা তাকে ওখানে খুন করে রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

Nadia

Apr 09 2023, 12:59

নদীয়ার শান্তিপুরে রাধা মাধব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বারছে ক্ষোভ


নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর রাধামাধব মন্দিরে আজ ভোর রাতে এক দুঃসাহসিক চুরি হয়। মন্দিরের সেবাইত এবং প্রতিষ্ঠাতা জয়ন্ত চৌধুরী আশঙ্কা করেন ঘুমের স্প্রে করার জন্যই হয়তো মন্দির সংলগ্ন তিনি ঘুমিয়ে থাকলেও, গ্রিল ভাঙ্গা, মূল মন্দিরে কাঠের দরজা ভাঙ্গা কিছুই টের পাননি তিনি। আজ সকালে লক্ষ্য করার সাথে সাথেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান তিনি।

আনুমানিক ৩০০ গ্রাম রুপোর গহনা এবং বেশ কিছু সোনার গহনা সহ প্রণামই ব্যবসা থাকা আনুমানিক নগদ ৮-১০ হাজার টাকা চুরি যায় গতকাল রাতে। মন্দিরে সিসি ক্যামেরা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তবে শান্তিপুর একের পর এক বিভিন্ন ধর্মীয় মন্দির সহ গৃহস্থ বাড়িতে চুরির পরিমাণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশি নিরাপত্তা নিয়ে উড়ছে প্রশ্ন।

Nadia

Apr 08 2023, 19:59

*বেকারত্বের জ্বালায় আত্মহত্যা যুবকের*

বেকারত্বের জ্বালা, স্নাকতত্তর পাশ করেও চাকরি না পেয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন চাপড়ার উত্তর পাড়ায়। সূত্রের খবর, ধানতলা থানার পুরাতন চাপড়ার উত্তর পাড়ার বাসিন্দা রাজীব মোদক নামের এক যুবক 2020 সালে বগুলা কলেজ থেকে BA পাস করে। অভিযোগ, গ্রাজুয়েশন করার পরও তিন বছর কেটে গেলেও যোগ্যতা অনুযায়ী কোনো কাজ জোগাড় করতে পারেনি ওই যুবক।

আর তার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। আর এর পরই শুক্রবার দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। পরিবারের লোকেরা বিকেলে ওই যুবককে ডাকতে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পেলে বিষয়টি সামনে আসে।

পরে ধানতলা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠালে শনিবার বিকেলে ওই যুবকের দেহের ময়নাতদন্ত করেছেন চিকিৎসক। আর এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Nadia

Apr 08 2023, 14:46

*এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট পরীক্ষায় প্রথম নদীয়ার বনশ্রী বসাক*


এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় নদীয়ার ফুলিয়ার বেলের মাঠের মেয়ে বনশ্রী বসাক এ বছর সর্বভারতীয় ক্ষেত্রে ২২ রাঙ্ক করেছে। রাজ্যের মধ্যে তার স্থান সর্বোচ্চ। এর আগে বনশ্রী একই পরীক্ষায় ৬৯৪ রাঙ্ক করেছিলেন। তার ভিত্তিতে প্রায় দুমাস ধরে এজি বেঙ্গলের ডিভিশনাল একাউন্টেন্ট পদে চাকরি করছেন। এবার তিনি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে চাকরি করবেন। বনশ্রীর বাপের বাড়ি ফুলিয়া চটকা তলায়। মাস তিনেক আগে ফুলিয়ার বেলের মাঠের বাসিন্দা অভিজিৎ পালের সঙ্গে তার বিয়ে হয়েছে। আগাগোড়াই ভালো ছাত্রী বলে তার পরিচয় রয়েছে। শান্তিপুর কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন।

বনশ্রী জানিয়েছেন,'এসএসসির কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য তিনি দিনে ৭-৮ ঘন্টা ধরে প্রস্তুতি নিতেন।'যদিও আগের চাকরি করবেন নাকি নতুন চাকরি করবেন, সেই বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, বলেই জানিয়েছেন। যদিও সর্বভারতীয় পরীক্ষায় তার এই ফলাফলের জন্য তিনি স্বাভাবিকভাবেই খুশি। স্ত্রীর সাফল্যে খুশি অভিজিৎ পাল। বনশ্রী র বাবা সঞ্জয় বসাক জানিয়েছেন,'আগাগোড়াই আমার মেয়ে পড়াশোনায় ভালই। নিজের উদ্যোগেই করে এসেছে পড়াশোনা। বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করে এসেছে। স্বাভাবিকভাবে মেয়েরই ফলাফলে আনন্দিতই হচ্ছি। এখন বিবাহিত জীবনে চাকরি-বাকরি করে ও সুখে থাকুক,সেটাই চাই।

Nadia

Apr 08 2023, 12:09

নদীয়ার হাঁসখালির ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেক কে আজ রানাঘাট আদালতে পেশ করা হল


নদীয়া: নদীয়ার হাঁসখালি থানা এলাকার বড় চুপরিয়া তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা আমদ আলী বিশ্বাসের। খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে খুন করা হয়। ওই তৃণমূল নেতার মৃত্যুর পেছনে থাকার সন্দেহে স্থানীয় চায়ের দোকানের মালিক আব্দুল খালেক বিশ্বাস কে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হাসখালি থানার পুলিশ ।

আজ ভোররাতে অভিযুক্ত আব্দুল খালেক কে গ্রেফতার করেছে হাসখালি থানার পুলিশ। তৃণমূল নেতা খুনের অভিযুক্ত আব্দুল খালেক কে আজ রানাঘাট আদালতে পেশ করা হয়।

Nadia

Apr 07 2023, 17:39

শান্তি পরিস্থিতি বজায় রাখতে হাঁসখালি থানা পুলিশের রোডমার্চ


নদীয়ার হাঁসখালি থানা এলাকার বড় চুপরিয়া তে তৃণমূল নেতা খুনের ঘটনার পর এলাকায় শান্তি পরিস্থিতি বজায় রাখতে হাঁসখালি থানা পুলিশের রোডমার্চ। নতুন করে যাতে কোনরকম অশান্তি না ঘটে, তার জন্যই এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Nadia

Apr 07 2023, 15:48

*ভোটের আগেই উত্তপ্ত নদীয়া*

পঞ্চায়েত ভোটের দামামা বাজার আগেই রক্তাক্ত নদিয়ার হাসখালি। সাত সকালে প্রকাশ্য রাস্তায় এক তৃণমূল নেতা কে গুলি করে খুনের ঘটনায় আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। একদিকে যখন তৃণমূল নেতা আমোদ আলী বিশ্বাস কে বড় চুপরিয়া 1 পঞ্চায়েত প্রধান ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বলে দাবি করছেন তখন তৃণমূলের হাসখালি ব্লক সভাপতি তাকে সামান্য তৃণপমূল কর্মী বলে দাবি করলেন।

আর এই ঘটনার পরই হাসখালি ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোনন্দল প্রকাশ্যে চলে এলো বলে মনে করছে রাজনৈতিক মহলে। তবে সাত সকালে হাসখালি বড় চুপরিয়ায় তৃণমূল নেতাকে দুষ্কৃতীদের গুলি করে খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিল। সূত্রের খবর, বড় চুপরিয়া 1 গ্রাম পঞ্চায়েত এর বাসিন্দা আমোদ আলী মন্ডল নামের এক ব্যক্তি শুক্রবার সকালে সংসারের বাজার করতে বের হন।

অভিযোগ, আনুমানিক 8 টা নাগাদ বড় চুপরিয়া বাজারের একটি পানের দোকানে পান কেনার সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ করে গুলি চালায়। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। আর এই ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় বড় চুপরিয়া এলাকায়। বড় চুপরিয়া 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি বড় চুপরিয়া 1 অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি ছিলেন আমোদ আলী বিশ্বাস নামের ওই ব্যক্তি। যদিও পুলিশ সূত্রের দাবি মৃত আমোদ আলী বিশ্বাসের নামে একাধিক অপরাধ মূলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

সম্প্রতি একটি আর্মস কেসে জেল থেকে ছাড়া পেয়েছিলেন ওই ব্যক্তি। যদিও এই খুনকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেই দাবি করেছেন বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারর্থী চট্টোপাধ্যায়। অন্যদিকে এই খুনের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে নাকি এটি নিছকই গাং ওয়ার তা খতিয়ে দেখছে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে হাসখালি থানার পুলিশ।

Nadia

Apr 07 2023, 15:34

কোতোয়ালি থানার আনন্দবাসে বোমার আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি


শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার আনন্দবাসে দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির ঘটনায় এক বৃদ্ধ জখম হয়েছেন। আহত ওই বৃদ্ধার নাম মান্নান শেখ। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা হাফিজুল শেখের সাথে তার ভাই জিন্নাত শেখের দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিবাদ চলছিল।

দুই ভাই ভালুকা পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এদিন দুপুরে তাদের মধ্যে বিবাদ চরমে ওঠে। সেই সময় বোমাবাজির ফলে তাদের বাবা মান্নান শেখ গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তারা ওই যখম ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।

Nadia

Apr 06 2023, 19:59

*হনুমান জয়ন্তী উপলক্ষে জমকালো শোভাযাত্রা*

হনুমান জয়ন্তী উপলক্ষে কল্যাণী ব্লকের আনন্দনগর এলাকা থেকে একটি শোভাযাত্রার আয়োজন করলো রামনবমী ও হনুমান জয়ন্তী কমিটি সগুনা অঞ্চল। এই শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়।

এছাড়াও এই মিছিলে ৪০০ মত রাম ও হনুমান ভক্ত মানুষেরা পা মেলায়। এই শোভাযাত্রা যাতে কোনো রকম অপীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল কল্যানি থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। এই শোভাযাত্রা দীর্ঘ ২ কিলোমিটার পথ অতিক্রান্ত করে সগুনো গ্রাম পঞ্চায়েতের সামনে গিয়ে সমাপ্তি হয়।